
সারাদিনের কথা ডেস্ক ঃবাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকালে চাঁদপুর শহরের ঢাকা জোন স্টেশনে এই কার্যক্রম পরিচালন করা হয়।
গত ৩০ মার্চ হতে ২০ জুন পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক ৫ টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।
বাকি ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর প্রাপ্ত নির্দেশনা মোতাবেক সহকারি কমিশনার বিশাল দাশ, সিনুয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত, মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক আহসান হাবিব, চাঁদপুর মডেল থানা পুলিশের এস আই ফেরদৌস হোসেনের উপস্থিতিতপ পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর কোষ্ট গার্ড ষ্টেশন কমান্ডার বি এম তানজীমুল ইসলাম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জেলা থেকে চাঁদপুর নদীপথ ব্যবহার করে যাওয়ার পথে এসব গাঁজা উদ্ধার করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
Reporter Name 














