
মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)
বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।(৫ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা ফ্রন্ট আয়বায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আলমগীর সরকার বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীনতার অন্যান্য উদাহরণ।
বেগম খালেদা জিয়ার আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য পথ নির্দেশক হয়ে থাকবে।
Reporter Name 








