সারাদিনের কথা ডেক্স ও প্রেস বিজ্ঞপ্তিঃ
বগুড়া শহরের কালীতলা এলাকায় র্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।
র্যাব জানায়, অভিযানে ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) ভঙ্গের দায়ে তিনজনকে শাস্তি প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়া সদরের আটাপাড়া এলাকার মৃত দুদু মন্ডলের ছেলে মো. হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্ব পাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) এবং গোকুল এলাকার মো. বাদলের ছেলে মো. জাকারিয়া (২২)।
এর মধ্যে মো. হেলালুজ্জামান ও মো. রফিকুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। হেলালুজ্জামান অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, পরিবেশ রক্ষায় এবং অপরাধ নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জব্দকৃত পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।
Reporter Name 








