
রাজধানীর সায়েন্সল্যাব, আগারগাঁও, শাহবাগে মোবাইল ফোন ব্যবসায়ী ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাব পরেছে অন্য এলাকার সড়কগুলোতেও।
যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অফিস ও নানা কাজে বের হওয়া লোকজন আটকে আছে যানজটে। যদিও শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে চলে যাওয়ায় সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন। এতে ওই ভবন সংলগ্ন সড়ক ও আশপাশের সড়কগুলোয় দেখা দেয় তীব্র যানজট।
বিক্ষোভরত ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে মূল সড়কের একপাশে অবস্থান নিয়েছেন। তবে বিচ্ছিন্নভাবে আরও কয়েকজন বিক্ষোভকারী সড়কের অন্য পাশও আটকে রেখেছেন।
এ সময় ওই সড়ক থেকে বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিতে দেখা যায়। প্রধান সড়ক বন্ধ থাকায় আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট দেখা দিয়েছে শ্যামলীসহ আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও।
শেরে ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির বলেন, এখনও আন্দোলন চলছে। সড়কে যানজট রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
Reporter Name 












